Site icon Jamuna Television

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: ১,৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম

পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমাদের সাথে টানাপড়েনের মধ্যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান। বুধবার (৮ ফেব্রুয়ারি) নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ছুড়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় এ তথ্য।

দেশটির পক্ষ থেকে জানানো হয়, ১ হাজার ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিসাইলটি। নাম দেয়া হয়েছে ‘খাইবার শেকান’। থার্ড জেনারেশনের মিসাইলটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করেছে বলে জানান দেশটির সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। মনে করিয়ে দেন তাদের ভাণ্ডারে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম এমন মিসাইলও রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি জানান, ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা কেবল ক্ষমতা আর অস্ত্রের ভাষা বোঝে। তারা যদি কোনোভাবে আমাদের দুর্বল ভাবে আর আক্রমণের পথে যায় মানবাধিকারের তোয়াক্কা করবে না তারা। তাই সে সুযোগ দেয়া হবে না তাদের।

Exit mobile version