Site icon Jamuna Television

অল্পের জন্য প্রাণে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল দিবেইবাহ। ছবি: সংগৃহীত

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল দিবেইবাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানী ত্রিপলিতে তার গাড়িবহরকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, রাজনৈতিক সভা শেষে বাড়িতে ফিরছিলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল দিবেইবাহ। হঠাৎই এলোপাতাড়ি গুলি চালানো হয় তার গাড়ি লক্ষ্য করে। জানালায় গুলি লাগলেও এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পরপরই শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: উড়ন্ত বিমানে নারীকে ধর্ষণের অভিযোগ

গেলো কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীকে অপসারণ নিয়ে দেশটিতে চলছে অস্থিরতা। পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটির কথাও রয়েছে। মূলত, ২০১১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর থেকেই চলছে রাজনৈতিক সংঘাত।

আরও পড়ুন: মেয়ের বিয়েতে আশীর্বাদ করলেন মৃত বাবা!

Exit mobile version