Site icon Jamuna Television

‘প্রতি বছর ক্যান্সারে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

প্রতি বছর ক্যান্সারে দেড় লাখের মত মানুষ আক্রান্ত হয়, প্রতিদিন গড়ে মারা যায় প্রায় ২০০ জন। তাই শুরুতেই রোগটি শনাক্ত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ক্যান্সার দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে ক্যান্সার রোগী বাড়ছে। তাই সবার জন্য ক্যান্সার চিকিৎসা নিশ্চিতের উপর জোর দেন তিনি। জানান, আটটি বিভাগে ক্যান্সার হাসপাতাল তৈরির কাজ চলমান। ক্যান্সার ইন্সটিটিউটকে আরও উন্নত করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, মেডিকেল কলেজের ইউনিটগুলোকে আপগ্রেড করা হবে।

এ সময় করোনা প্রসঙ্গেও কথা বলেন জাহিদ মালেক। যারা টিকা নেয়নি তাদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান। বলেন, টিকা নেয়ার কারণেই হাসপাতালে রোগীর সংখ্যা এবং মৃত্যুঝুঁকি কমে এসেছে।

Exit mobile version