Site icon Jamuna Television

সার্চ কমিটির তৃতীয় দফা বৈঠক আজ

সার্চ কমিটির সদস্যবৃন্দ

সার্চ কমিটির তৃতীয় দফা বৈঠক আজ। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেঞ্জ লাউঞ্জে এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে গত ৬ ও ৮ ফেব্রুয়ারি দুই দফার বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানায় সার্চ কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২ অনুযায়ী, ইসি গঠনে যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান করে অনুসন্ধান কমিটি। অনুসন্ধান কমিটি জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ইমেইলে পাঠানো যাবে।

এদিকে, নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর সময় শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি)। বিকেল ৫ টার মধ্যে নাম পাঠানো যাবে সার্চ কমিটির কাছে।তবে নাম না পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বশরীরে বা অনলাইনে নামের তালিকা দিতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। তিন দফায় আলোচনা হবে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে। আসছে ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।

Exit mobile version