Site icon Jamuna Television

আম্পায়ারদের প্রতি ক্ষোভ দেখানোয় সোহানের জরিমানা

ছবি: সংগৃহীত

আম্পায়ারদের প্রতি ক্ষোভ প্রকাশ করায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ফরচুন বরিশালের ক্রিকেটার নুরুল হাসান সোহানকে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিপিএলের ২৪তম ম্যাচে সিলেটের ইনিংস চলাকালীন রবি বোপারাকে স্ট্যাম্পিং করেন উইকেটের পেছনে থাকা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এ সময় মাঠে থাকা আম্পায়ারের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করে রিভিউয়ের জন্য তৃতীয় আম্পায়ারকে ইশারা করেন তিনি।

এরপর সোহানের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় ও চতুর্থ আম্পায়াররা। সেই অভিযোগের ভিত্তিতে জরিমানার সাথে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারিদের দেয়া শাস্তি মেনে নিয়েছেন সোহান।

আরও পড়ুন: টেম্পার নয়, বল গ্রিপ করেছিলেন বলে বোপারার দাবি

Exit mobile version