Site icon Jamuna Television

‘করোনায় পুরো বিশ্ব চাপে পড়লেও দেশের মানুষকে বাঁচাতে সরকার উদ্যোগ নেয়’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

করোনা সংক্রমণের খারাপ অবস্থার মধ্যেও ভালো করেছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, অর্থনীতি কখনো নিম্নমুখী হয়নি। প্রবৃদ্ধি ভালো করায় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সরকার। করোনার মধ্যে যখন পুরো বিশ্ব চাপে পড়ে, তখন দেশের মানুষদের বাঁচাতে উদ্যোগ নেয় সরকার।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রী এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, কেউ কেউ বলতে পারে প্রায় ৭ ভাগ প্রবৃদ্ধি’র অংক সঠিক না। তবে আমি মনে করি মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি’র তথ্য সঠিক।

অর্থমন্ত্রী জানান, রফতানি বাণিজ্যে প্রবৃদ্ধি ৩০ শতাংশ। আমদানিতেও প্রবৃদ্ধি হয়েছে। মূল্যস্ফীতি সহনীয়, লেনদেনে ভারসাম্য ছিল। এ সময়ে রাজস্ব আদায় বেড়েছে ১৫ ভাগ। ২ ভাগ প্রণোদনা দেয়ায় ভালো অবস্থায় রেমিট্যান্স খাত। কোনো খাতেই নেতিবাচক অবস্থা তৈরি হয়নি।

সভায় দ্বিতল রাস্তা প্রতিষ্ঠাসহ মোট ৯টি প্রস্তাব পাস হয়েছে।

Exit mobile version