Site icon Jamuna Television

যে সকল বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের তালিকা চাওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।

তালিকা আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও এ. জে. মোহাম্মদ আলী। এছাড়াও আছেন, সাংবাদিক মাহফুজ আনাম, অধ্যাপক মুনতাসির মামুন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আইনজ্ঞ ফিদা এম কামাল, ড. শাহদীন মালিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ড. আসিফ নজরুল, অধ্যাপক মাকসুদ কামাল, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন, সাবেক এফবিসিসিআই সভাপতি একে আজাদ, তাসমিমা হোসেন, সাংবাদিক আবেদ খান, মাহফুজা খানম, অধ্যাপক বোরহানউদ্দিন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক কামরুল ইসলাম খান, আইনজীবী এম কে রহমানসহ প্রমুখ।

বিভিন্ন শ্রেণি-পেশার এ সকল বিশিষ্ট নাগরিকের সাথে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসবে সার্চ কমিটি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পরেরদিন প্রথমবারের মতো বৈঠকে বসে কমিটি। নির্বাচন কমিশন গঠন করতে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এই কমিটি।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নিচ্ছে।

Exit mobile version