Site icon Jamuna Television

সিইসি নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) যমুনা নিউজকে জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে গণসংহতি আন্দোলনের করা মামলায় উচ্চ আদালত ২০১৯ সালের ১১ এপ্রিল রায় প্রদান করেন। তাতে বলা হয়েছে, রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া আছে তা সম্পন্ন করে দলটিকে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত দিতে। কিন্তু দুই বছরের অধিক সময় পেরিয়ে গেলেও এ নিয়ে সিদ্ধান্ত জানায়নি ইসি। গত অক্টোবরে এ বিষয়ে ইসিতে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়।

এরপরও ইসি কোনো ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় মামলাটি করা হয়েছে বলে উল্লেখ করেন এ আইনজীবী। আগামী সপ্তাহে এই মামলার শুনানি করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Exit mobile version