Site icon Jamuna Television

চট্টগ্রামে ওমিক্রনের অতি সংক্রামক সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

চট্টগ্রামে ওমিক্রনের অতি সংক্রামক সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ (BA.2) শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তা শনাক্ত করেছেন।

জানা গেছে, ১০ জনের নমুনা সংগ্রহ করে গবেষকেরা জিনোম সিকোয়েন্স করলে এই ভ্যারিয়েন্টটি চিহ্নিত হয়।

প্রসঙ্গত, জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন দেশে প্রথমবারের মতো শনাক্ত হয়। গত ১১ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছিল। এরপর পর্যায়ক্রমে দেশে করোনা শনাক্তের হার বাড়ে। আর ওমিক্রনের অতি সংক্রামক সাব-ভ্যারিয়েন্টটিও ইতোমধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে।

Exit mobile version