Site icon Jamuna Television

সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির ফাঁস হওয়া ফোনালাপ দুর্নীতির সামান্য নমুনা: রিজভী

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনার জিঘাংসার বহিঃপ্রকাশ: রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি

সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির ফাঁস হওয়া ফোনালাপ দুর্নীতির সামান্য নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ এখন ‘টক অব দ্য ইউনিভার্স’। ডিজিটালাইজড করার নামে দুর্নীতির রমরমা বাণিজ্যের প্রমাণ এই কথোপকথন। বিতর্কিত আড়িপাতা যন্ত্র কিনে ভিন্নমতের মানুষের ফোনালাপ ফাঁসের ফাঁদে নিজেরাই ধরা পড়েছে।

Exit mobile version