ক্লাসের প্রথম বেঞ্চ যেন এক আতঙ্কের নাম। প্রথম বেঞ্চে বসলেই থাকতে হয় সবসময় শিক্ষকের নজরদারিতে। এজন্য ক্লাসের মাঝে বা শেষ সারিতেই বসতে আগ্রহী থাকে শিক্ষার্থীরা। কিন্তু এ ঘটনার উলটো ঘটেছে ভারতের নদীয়ায়। ক্লাসের প্রথম বেঞ্চে বসার জন্য এবার সহপাঠীর সাথে রীতিমতো মারামারি।
ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, প্রথম বেঞ্চে কে বসবে তা নিয়ে ক্লাসরুমে শুরু হয় দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রীর কথা কাটাকাটি। পরে এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। অন্য এক ছাত্রী আবার গোটা ঘটনাটি ভিডিও করে মোবাইলে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হিজাবের ওপর নিষেধাজ্ঞা সহ্য করা হবে না, দিল্লিতে মুসলিম নারীদের দাবি
ভিডিওতে দেখা যায়, পিছন থেকে মাথায় সপাটে থাপ্পড় দিতে থাকে এক বান্ধবী। সাথে সাথে পাল্টা মুখে ঘুষি-কিল-ধাক্কা দেয় আরেক বান্ধবী। এভাবেই চলে তাদের মারামারি। অন্য একজন তাদের দু’জনকে সরিয়ে আনার চেষ্টা করে।
/এনএএস

