Site icon Jamuna Television

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত হলেও ঘটছে: অসীম কুমার উকিল

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত হলেও ঘটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে ‘জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায়’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

অসীম কুমার উকিল বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের বিষয়। এই জায়গাগুলোতে সবার দৃষ্টি নিবদ্ধ করা দরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনীতির স্বাভাবিক গতিধারা বারবার ব্যাহত হয়েছে। স্বাভাবিক গতিধারা ব্যাহত হয়েছে বল্অরি স্বাভাবিক কর্মকাণ্ড সামনে চলে এসেছে। গুম, অন্তর্ধান এগুলো অস্বাভাবিক বিষয়।

‘মায়ের ডাক’ প্রসঙ্গে অসীম কুমার উকিল বলেন, এটা মায়ের ডাক হবে কেন? এটা দেশের ডাক, এটা সবার ডাক। মায়ের ওপর সব দায় চাপিয়ে দিয়ে নিজেদের আড়াল করছি কি না সেটা দেখা দরকার।

Exit mobile version