Site icon Jamuna Television

শাবিপ্রবির প্রক্টরকে অব্যাহতি, নতুন প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল

শাবিপ্রবির নতুন প্রক্টর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাে. ইশরাত ইবনে ইসমাইলকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের গণিত বিভাগের সহযােগী অধ্যাপক ড. মাে. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে ইংরেজি বিভাগের সহযােগী অধ্যাপক মাে. ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়ােগ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভিন

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযােগ সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারী করা হলাে।

/এনএএস

Exit mobile version