Site icon Jamuna Television

ঢাবির হলে গায়ে হলুদ, ভিডিও ভাইরাল

গায়ে হলুদের মঞ্চে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে আয়োজিত এক গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এসএম হলের লনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জানা গেছে, গায়ে হলুদের মঞ্চে বসা শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান (রবিন)। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।

হলে গায়ে হলুদ অনুষ্ঠানের বিষয়ে রবিন যমুনা নিউজকে জানান, পারিবারিকভাবে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আমাদের আকদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ খবর হলের বন্ধু এবং ছোট ভাইয়েরা জানার পর আনন্দের জন্য গায়ে হলুদের আয়োজন করে। আমার খুবই ভাল লাগছে যে হলের অনেক সিনিয়র, জুনিয়র এবং বিশেষ করে বন্ধুরা আমার অনুষ্ঠানে সবাইকে নিয়ে এসেছেন। এতে হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও জানান রবিন।


/এসএইচ

Exit mobile version