Site icon Jamuna Television

খেলনার ব্যাটারি গিলে ২ বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

খেলনার ভেতর থাকা ব্যাটারি গিলে ফেলার পর দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পিল-সাইজের ওই ব্যাটারি গিলে ফেলার পর শিশুটির হার্ট ছিদ্র হয়ে যায়। এরপর দুই দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যায় শিশুটি।

দ্য সান’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ওই শিশুর নাম হিউয়ে ম্যাকমাহন। তার বাবা হিউ ম্যাকমাহন ও মা ক্রিস্টিন ম্যাকডোনাল্ডের চোখের সামনেই হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় হিউয়ের। ওই ব্যাটারি গিলে ফেলার পর হিউয়ের রক্ত ‘অ্যাসিডিক’ হয়ে যায়। আর তার হৃদপিণ্ডে একটি ছিদ্রও হয়।

আরও পড়ুন: সকল চেষ্টার পরেও বাঁচানো গেলো না কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে

হাসপাতালে ভর্তি করে হিউয়েকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ডাক্তাররা জানান, হিউয়েকে বাঁচানো যাবে না। এরপরই তার লাইফ সাপোর্ট মেশিন খুলে ফেলার সিদ্ধান্ত নেন বাবা-মা।

ধারণা করা হচ্ছে, তার একটি খেলনার তিনটি ব্যাটারির মধ্যে একটি গিলে ফেলেছিল হিউয়ে। ঘুমের মধ্যেই হিউয়ের লাইফ সাপোর্ট খুলে ফেলার সময় তার গায়ে হাত বুলিয়ে দেন হিউ ও ক্রিস্টিন। এমন হৃদয়বিদারক দৃশ্য স্পর্শ করে গেছে উপস্থিত সবাইকে।

/এনএএস

Exit mobile version