Site icon Jamuna Television

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পিস্তল, চাইনিজ কুড়াল, ফোল্ডিং ছুরি, চকলেট বোমা, দুইটি চাকু ও দুইটি ব্যাটন লাঠি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. কাউসার (২০) ও মো. সায়েম (১৯)।

উদ্ধারকৃত অস্ত্র

সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, আসামিরা জায়গা দখলের উদ্দেশ্যে অস্ত্রসহ হামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করে। দ্রুততম সময়ের মধ্যে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version