Site icon Jamuna Television

৭০ বছর পর হারানো ছেলেকে খুঁজে পাওয়া সেই মঙ্গলুন্নেসা মারা গেছেন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

৭০ বছর আগে হারানো ছেলে আব্দুল কুদ্দুস মুন্সির সঙ্গে গত বছরের ২৫ সেপ্টেম্বর দেখা হয় শতবর্ষী বৃদ্ধা মঙ্গলুন্নেসার। রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়ার বাসিন্দা খান মোহাম্মদ আইয়ুব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শফিকুল ইসলামের মাধ্যমে হারানো ছেলের দেখা পান তিনি। বৃহস্পতিবার সকালে মারা গেছেন শতবর্ষী সেই মঙ্গলুন্নেসা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশরাফবাদ গ্রামে মেয়ে ঝর্ণা আক্তারের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঙ্গলুন্নেসা। ৭০ বছর পর ফিরে পাওয়া একমাত্র ছেলে কুদ্দুস তার স্ত্রী-সন্তান নিয়ে রাজশাহীর বাঘমারার বাড়ুইপাড়া গ্রামে বসবাস করেন।

কুদ্দুস মুন্সির ছোট ছেলে সোহেল রানা জানান, দাদির মৃত্যুর সংবাদ বাবা পেয়েছেন। দাদির মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন বাবা। তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, কুদ্দুস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত কালু মুন্সির ছেলে। ১০ বছর বয়সে তিনি হারিয়ে যান। তিনি এখন ৮০ বছরের বৃদ্ধ। গত বছরের এপ্রিল মাসে ফেসবুকে বৃদ্ধ কুদ্দুস মুন্সির স্বজনদের সন্ধান চেয়ে একটি ভিডিও পোস্ট করেন রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়ার বাসিন্দা খান মোহাম্মদ আইয়ুব। ভিডিওটি নজরে আসে কুদ্দুসের চাচাতো ভাইয়ের নাতি শফিকুল ইসলামের। সেই ভিডিওর সূত্র ধরেই শফিকুল ইসলামসহ আরও কয়েকজন রাজশাহী যান কুদ্দুসের কাছে। এরপর ভিডিও কলে মা মঙ্গলুন্নেসার সঙ্গে কথা বলিয়ে দেন। কুদ্দুসের হাতে ছোটবেলার কাটা দাগ দেখে তাকে চিনতে পারেন মঙ্গলুন্নেসা।

ইউএইচ/

Exit mobile version