Site icon Jamuna Television

মাঝসাগরে ভাসতে থাকা দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ছবি: রয়টার্স

মাঝসাগরে ভাসতে থাকা দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে গ্র্যান ক্যানারিয়ায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের।

দুটি নৌকায় আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল ২১৫ অভিবাসন প্রত্যাশী। টহলকালে নৌকা দুটি শনাক্ত করে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমায় হাজারো অভিবাসন প্রত্যাশী। ২০২১ সালে ২২ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী ট্রানজিট হিসেবে ব্যবহার করেছিল ক্যানারি দ্বীপকে।

Exit mobile version