Site icon Jamuna Television

ঢাবির ১ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এর আগে ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুক্রবার (২১ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে।

এরপর ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা মাসুদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

Exit mobile version