Site icon Jamuna Television

নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা জমা দিলো আওয়ামী লীগ

নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিপরিষদ বিভাগে ১০ জনের প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পক্ষে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও উপ-দফতর সম্পাদক সায়েম খান মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেন।

ড. সেলিম মাহমুদ বলেন, আওয়ামী লীগের সভাপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগে অনধিক ১০ জনের নাম জমা দেয়া হয়েছে। এ দেশের মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ এই তালিকা প্রস্তুত করেছে। বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হবে না।

উল্লেখ্য, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত সশরীরে বা অনলাইনে জমা দেয়া যাবে প্রস্তাবিত নামের তালিকা। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ইমেইলেও পাঠানো যাবে। এদিকে, ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবের জন্য শনিবার (১২ ফেব্রুয়ারি) ও রোববার (১৩ ফেব্রুয়ারি) তিন দফায় বিশিষ্ট নাগরিকদের পরামর্শ নিবে সার্চ কমিটি। এরই মধ্যে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Exit mobile version