Site icon Jamuna Television

হিজাব বিতর্কে এবার মুখ খুললেন জাভেদ আখতার

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে ক্লাসে নিষিদ্ধ হওয়া ছাত্রীদের নিয়ে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। এ নিয়মের বিরুদ্ধে এখন একে একে সবাই মুখ খুলছেন। কেউ হিজাব পরুক কিংবা না পরুক সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নেয়া হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। এবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।

সম্প্রতি এক টুইট বার্তায় তিনি লেখেন, কখনই আমি হিজাব বা বোরকা পরার সমর্থন করি নাই। এখনও এর সমর্থন করি না। তবে তথাকথিত গুণ্ডারা যারা একটি মেয়েকে হিজাব পরার জন্য ভয় দেখানোর চেষ্টা করে ব্যর্থ হলো, তাদের জন্য আমার পক্ষ থেকে ধিক্কার। এতে তারা কি বোঝাতে চাইলো বুঝিনি আমি। এটাই কী তাদের কাছে পুরুষত্বের ধারণা?

প্রসঙ্গত, কর্ণাটকজুড়ে চলা উত্তেজনার মধ্যে বোরকা-হিজাব পরে কলেজ ক্যাম্পাসে এসে হয়রানির শিকার হয়েছেন মুসকান খান নামে এক ছাত্রী। তবে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবকের ‘জয় শ্রীরাম’ স্লোগানের সামনে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে অবিচল থেকেছেন ওই ছাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইউএইচ/

Exit mobile version