Site icon Jamuna Television

ইসি গঠনে নাম জমা দিলো ২৪টি রাজনৈতিক দল, তালিকা দেয়নি বিএনপি

নির্বাচন কমিশন গঠনে ২৪টি রাজনৈতিক দল এবং ৬টি পেশাজীবী সংগঠন তাদের প্রস্তাবিত নাম সার্চ কমিটিতে জমা দিয়েছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়েও নাম সুপারিশ করা হয়েছে। তবে বিএনপি কোনো নামের তালিকা জমা দেয়নি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে ৩ শতাধিক নাম। এখান থেকেই ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।

প্রস্তাবিত নামের তালিকা জমা দেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশনসহ মোট ২৪টি দল। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের নেতৃত্বে ১০ জনের নামের তালিকা জমা দেয় ক্ষমতাসীন দল। তবে গণমাধ্যমের কাছে সুপারিশকৃত নাম প্রকাশ করেননি নেতারা।

এরপর বিকল্পধারা,জাপা মঞ্জু,তরিকত ফেডারেশনসহ বেশকটি দল তাদের তালিকা কেবিনেট ডিভিশনে জমা দেন। তারাও প্রস্তাবিত নামের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখে।

নাম জমা নেয়ার কাজটি তদারকির জন্য শুক্রবারেও সচিবালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রস্তাবিত নামগুলো থেকে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে সার্চ কমিটি। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ কমিশনার নিয়োগ দেবেন। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।

Exit mobile version