Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শতাধিক একর বনাঞ্চল

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ক্যালিফোর্নিয়ার লাগুনা বিচ শহরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে এখন পর্যন্ত পুড়ে গেছে শতাধিক স্থাপনা এবং শতাধিক একর বনাঞ্চল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দুটি পৃথক দাবানলের সৃষ্টি হয়েছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।

এরই মধ্যে দেশটির ১৫০ একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। শতাধিক বসতবাড়ি ও স্থাপনাও আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই কাজ শুরু করে ফায়ারসার্ভিসের কর্মীরা। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এসজেড/

Exit mobile version