Site icon Jamuna Television

রোহিঙ্গাদের পাচারের সময় আটক ১

কক্সবাজারের রামুতে মানবপাচারে জড়িত ইদ্রিসকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে ভিকটিম ৭ জনকে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে মহিলাদের চাকরি দেয়াসহ নানা প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিল একটি চক্র। এমন খবরের ভিত্তিতে রামুতে বিশেষ ডেলপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

এসময় মাহেন্দ্র গাড়িতে থাকা ইদ্রিস তাদের দেখে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র‍্যাব। এসময় গাড়িতে থাকা ৬ নারীসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়।

আটক ইদ্রিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, ভিকটিমকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প এলাকা থেকে মাহেন্দ্র গাড়িতে উঠিয়ে নেয় সে। কুমিল্লার পদুয়ার বাজার সীমান্ত দিয়ে তাদের পাচার করার পরিকল্পনা ছিল তার। উদ্ধারকৃতরা জানায়, উচ্চ বেতনের প্রলোভনে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার কথা ছিল তাদের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

/এডব্লিউ

Exit mobile version