Site icon Jamuna Television

ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীর কবজি কর্তন, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে যৌতুকের দাবিতে স্ত্রীর হাতের কবজি কর্তনের ঘটনায় অভিযুক্ত মো. রফিক (৩১)-কে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‍্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে আসামি মো. রফিককে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১’র অধিনায়ক জানান, প্রায় দেড় বছর পূর্বে গ্রেফতারকৃত আসামি মো. রফিকের সঙ্গে ওই নারীর বিবাহ হয়। বিয়ের পর আসামি রফিক ব্যবসার জন্য তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। ওই নারী তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও আরও এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে মারধর করে সে তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর রফিকের শ্বশুরের পরিবার পুনরায় যৌতুকের টাকা দেয়ার আশ্বাস দেয়। ফলে গত এক মাস আগে সে তার স্ত্রীকে পুনরায় ফতুল্লার ভাড়া বাসায় নিয়ে আসে। পরে যৌতুকের টাকা না পাওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যায় রফিক তার স্ত্রীর হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কবজি কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই গৃহবধূর ভাই মো. রুবেল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি মো. রফিক তার স্ত্রীকে বাসায় তালাবদ্ধ করে পালিয়ে যায় এবং গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মো. রফিক ঘটনার সত্যতা স্বীকার করেছে।

জেডআই/

Exit mobile version