নোয়াখালীর সেনবাগ-ফেনী সড়কের তিন পুকুরিয়া নামক স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেনবাগ থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রপসী বাংলা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যমুনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে আক্তারুজ্জামান নামে এক যাত্রী মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। আহতদের পার্শ্ববর্তী ফেনী দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
/কিউএস

