Site icon Jamuna Television

ভাল্লুক মারতে গিয়ে নিজের ভাইকে খুন, কষ্টে যুবকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বাড়িতে ঢুকে পড়েছিল ভাল্লুক। নিজেদের রক্ষায় ভাল্লুককে গুলি করতে গিয়ে সেই গুলি লাগে ভাইয়ের শরীরে। সাথে সাথে মারা যায় ভাই। কিন্তু এ কষ্ট সহ্য করতে না পেয়ে সে নিজেও আত্মহত্যা করে মারা যায়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সান ভ্যালিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভাল্লুক মারতে গিয়ে ভাইকে গুলি করে মারার পর জাতীয় সেবা ৯১১ নম্বরে ফোন করেছিল সে। ফোন করে জানায়, লোড করা গুলি দিয়ে সে তারা ভাইকে মেরে ফেলেছে।

আরও পড়ুন: ২০২০ সাল থেকে ৭৮ বার করোনা ‘পজেটিভ’ তুরস্কের বৃদ্ধ, এখনও আছেন কোয়ারেন্টাইনে

এরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে একজনের মৃতদেহ খুঁজে পায়। উদ্ধারকারীরা জানায়, ওই বাড়িটি ছিল খুবই নির্জন এলাকায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অন্য জনেরও মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সে তার নিজের লোড করা গুলি দিয়েই আত্মহত্যা করে। তবে মৃত ব্যক্তিদের নাম পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

/এনএএস

Exit mobile version