ছবি: সংগৃহীত।
ভাগ্যচক্রে রেলস্টেশনের ভিক্ষুক থেকে সরাসরি বলিউডের সঙ্গীতাঙ্গনে। এরপর ফের ভাগ্যের খেল, কিংবা হয়তো নিজের কিছু ভুল। আবারও সেই অভাবের অন্ধকারে ডুবে যাওয়া। রানু মন্ডলের এই পুরো কাহিনীটিকেই রূপালি পর্দায় তুলে আনছেন পরিচালক হৃষীকেশ মন্ডল। সেই ছবিতে প্লে ব্যাক গান গাইছেন রানু নিজে। খবর জি নিউজে।
রানু মন্ডলের জীবনী নিয়ে নির্মীয়মান সিনেমার নাম ‘মিস রানু মারিয়া’। ছবিতে রানুর চরিত্রে অভিনয় করবেন ঈশিকা দে। ছবিটির সঙ্গীত পরিচালক হলেন সিদ্ধার্থ রায় ওরফে সিধু।
এরই মধ্যে ছবির কাজ শুরু করেছেন পরিচালক হৃষীকেশ মন্ডল। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রানাঘাটে রানুর বাড়িতে যান পরিচালক ও সঙ্গীত পরিচালক সিধু। সেখানে গিয়ে রানুর গানের রিহারসালও করেন তারা।
ছবিটিতে আরও গান গেয়েছেন সুরজিৎ চ্যাটার্জী, শ্রীরাধা ব্যানার্জি, অঙ্কিতা ভট্টাচার্য্য, প্রশমিতা পাল, শুভশ্রী, সায়ন্তনী ও বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত এই হিন্দি ছবির সুবাদে সিধু ও সুরজিৎ চ্যাটার্জী বলিউডে অভিষেক করছেন মিউজিক ডিরেক্টর হিসেবে।
এসজেড/
Leave a reply