Site icon Jamuna Television

পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো

ন্যাটো মহাসচিব জেনারেল জেন স্টলটেনবার্গ

রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের অংশ হিসেবে পূর্ব ইউরোপে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়নোর পরিকল্পনা নিয়েছে ন্যাটো। খবর রয়টার্সের।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনারেল জেন স্টলটেনবার্গ। রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা তার।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি রোমানিয়ার একটি সামরিক ঘাঁটিতে ১০০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ইউক্রেনে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও মিসাইল পাঠিয়েছে দেশটি।

শুক্রবার রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ভের্নার যোহানিসের সাথে রোমানিয়ার ওই সামরিক ঘাঁটি পরিদর্শনে যান ন্যাটো মহাসচিব। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনা আছে ন্যাটোর। এর অংশ হিসেবেই রোমানিয়ায় মার্কিন সেনাদলকে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ন্যাটো সবসময়ই মিত্রদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। ন্যাটোর সেনাবাহিনীকে সেভাবেই প্রস্তুত রাখা হয়েছে। রুশ হামলার সর্বোচ্চ ঝুঁকিতে এখন ইউক্রেন। দেশটিতে পুরোদস্তুর আগ্রাসনের শঙ্কা যেমন আছে, তেমনি দেশটির ক্ষমতাসীন সরকার পতন, সাইবার আক্রমণসহ অন্যান্য হামলার ঝুঁকিও রয়েছে বলে জানান ন্যাটো মহাসচিব।

/এসএইচ

Exit mobile version