Site icon Jamuna Television

নেইমারের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, গ্রেফতার যুবক

ছবি: সংগৃহীত।

ব্রাজিল ও প্যারিস সেন্ট জার্মেইয়ের ফুটবল তারকা নেইমারের অ্যাকাউন্ট হ্যাক করে ৪০ হাজারের বেশি ডলার টাকা চুরি করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৪ লক্ষ ৩৬ হাজার টাকা। সেই অভিযোগে এরইমধ্যে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ।

যে যুবককে গ্রেফতার করা হয়েছে সেখানে অ্যাকাউন্ট রয়েছে নেইমার এবং তার বাবার। ব্রাজিল পুলিশের দেওয়া বিবৃতিতে নেইমারের নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনার তদন্তকারী অফিসার ফ্যাবিও পিনহেইরো এক টিভি অনুষ্ঠানে ঘটনাটিতে পুলিশি তৎপরতা উল্লেখ করতে গিয়ে নেইমারের নাম উল্লেখ করেছেন।

ফ্যাবিও পিনহেইরো জানান, গ্রেফতার হওয়া যুবক এক সহকর্মীর কাছ থেকে পাসওয়ার্ড পায়। তারপর ওই ব্যাংকে যে সব ধনী ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি হ্যাক করে অল্প পরিমাণ টাকা সরিয়ে নিত।

তিনি আরও জানান, কয়েক দফায় চুরি করে ওই যুবক প্রায় দুই লক্ষ ব্রাজিলীয় টাকা হাতিয়ে নিয়েছে। যদিও এর আগে বিষয়টি খেয়াল করেননি কেউই। তবে নেইমার ‌ও তার বাবা ব্যাংক কর্তৃপক্ষকে অভিযোগ দিলে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তাতেই বেরিয়ে আসে ২০ বছরের ওই যুবকের কীর্তি।

জেডআই/

Exit mobile version