Site icon Jamuna Television

রমজানকে সামনে রেখে আবারও অস্থির ভোজ্যতেলের বাজার

রমজানকে সামনে রেখে আবারও অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার। গত সপ্তাহে দেশের সব থেকে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ সয়াবিন বিক্রি হয়েছে ৫৭৫০ টাকায়। এ সপ্তাহে ১০০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ৫৮৫০ টাকায়। একই অবস্থা পাম অয়েলের ক্ষেত্রেও, সেখানেও মণপ্রতি বেড়েছে ১০০ টাকা।

পাইকারি বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে লিটারে তেলের দাম বেড়েছে ৮ টাকা। এর জন্য খুচরা ব্যবসায়ীরা দোষারোপ করছেন পাইকারি ও আমদানিকারকদের। আর দাম বৃদ্ধির এই প্রতিযোগিতায় অসহায় সাধারণ ক্রেতারা। তেলের বাজার মনিটরিংয়ের দাবি তাদের।

গত ছয় মাসে তেলের বাজার কিছুটা ওঠানামা করলেও বর্তমানে তা আকাশচুম্বী বলে স্বীকার করেছেন কমিশন এজেন্ট মোহাম্মদ শাহেদুল আলম। তিনি বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় দেশের বাজারে দাম কমার কোনো সম্ভাবনাও নেই। তবে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলমগীর পারভেজ মনে করেন, সরকারি সহায়তা পেলে দেশে তেলের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা রয়েছে ২৫ লাখ টন। এর বেশিরভাগ আমদানি হয় মালয়েশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে।

/এডব্লিউ

Exit mobile version