Site icon Jamuna Television

রাজধানীতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার ঘাতক স্বামী

রাজধানীর দারুস সালাম এলাকার টোলারবাগে হারিসা বেগমকে হাতুড়ি পিটিয়ে হত্যা করেছে তারই স্বামী। ঘটনার পর স্বামী এহিয়া মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে টোলারবাগ খাল পাড় গলির একটি বাসায় এ হত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রক্ত মাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

আব্দুর রহমান শিশু সন্তানকে কোলে নিয়ে মা হারিসা বেগম হত্যার বিচার চাইতে এসেছেন। হত্যার অভিযোগ পিতা এহিয়া মোল্লার বিরুদ্ধে। বললেন, দীর্ঘদিন দূরে ছিলেন তার বাবা। ‘মাথায় একটু সমস্যা থাকার’ কথা বলে অভিযুক্ত এহিয়ার মানসিক সমস্যার কথা স্বীকার করলেও তিনি বলেন, তবে সবকিছু ঠিকঠাকই করতেন এহিয়া। খুনি নিজের বাবা হলেও তার সর্বোচ্চ শাস্তি চান তিনি।

শুক্রবার রাতে রাজধানীর টোলারবাগে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন রিক্সা চালক এহিয়া মোল্লা। খুনের দায় স্বীকার করে এহিয়া মোল্লা জানান, হত্যার কারণ দাম্পত্য কলহ।

ঘটনাস্থলেই ছিলেন পুত্রবধু রিক্তা খানম। তিনি জানান, প্রথমে তার সামনেই শাশুড়িকে চড় মারেন অভিযুক্ত এহিয়া। তিনি এগিয়ে গেলে অন্য একটি ঘরে আটকে রাখেন তাকে। আর এদিকে হাতুড়ি দিয়ে ক্রমাগত পিটিয়ে হত্যা করেন নিজের স্ত্রীকে।

প্রতিবেশিরা জানান একাধিক বিয়ের অভিযোগ আছে এহিয়ার বিরুদ্ধে। খুনের ঘটনায় আলামত সংগ্রহ ও গ্রেফতার এহিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানালেন, ঘটনার পরই অভিযুক্ত ও নিহতের ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তাকে ধরে ফেলেন। অভিযোগটিকে গুরুত্ব দিয়ে দেখছেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version