Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন

বরিশাল ব্যুরো

মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুব উদ্দিন।

এসময় বক্তারা, বিগত দিনের ন্যায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষনের দাবি জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Exit mobile version