ফিনান্সিয়াল টাইমসের ছবি।
আগামী এক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এমন শঙ্কা জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এনপিআর নিউজের একটি খবরে দেয়া হয়েছে এমন তথ্য।
এক বিবৃতিতে এমন শঙ্কা জানিয়ে বলেন চলমান বেইজিং অলিম্পিক শেষ হওয়ার আগেই আগ্রাসন চালাতে পারে মস্কো। ২০ ফেব্রুয়ারি শেষ হবে এই আয়োজন। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন থেকে ফিরতে সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। এর আগে মার্কিনিদের দেশে ফিরতে নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের এমন নির্দেশনার পর ইউক্রেন থেকে নাগরিকদের ফিরতে নির্দেশ দিয়েছে আরও ৬টি দেশ। ব্রিটেন, ইসরায়েল, জাপান, নরওয়ে, লাটভিয়া এবং এস্তোনিয়া নিজ নিজ নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফেরার নির্দেশ দেয়।
/এডব্লিউ
Leave a reply