Site icon Jamuna Television

সবাইকে ছাড়িয়ে ম্যাচ সেরার নতুন কীর্তি গড়লেন সাকিব

আবারও রেকর্ড বইয়ে সবাইকে ছাড়িয়ে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের রেকর্ডের তালিকায় এবার যুক্ত হলো দারুণ এক কীর্তি। পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন দেশসেরা এই অলরাউন্ডার।

বিপিএলে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল (১১ ফেব্রুয়ারি) মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়ে ব্যাটে বলে অনন্য পারফর্ম করে ম্যাচসেরা হন সাকিব আল হাসান। আর এর মাধ্যমেই প্রথম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টানা পাঁচ ম্যাচে সেরা ক্রিকেটার হলেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ম্যাচসেরা হওয়ার কীর্তি ছিল পাঁচ ক্রিকেটারের- মার্কাস ট্রেসকোথিক, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, চার্ল ল্যাঙ্গেভেল্ট ও দীনেশ নাকরানির। এবার তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন চ্যাম্পিয়ন ক্রিকেটার সাকিব।

মিনিস্টার গ্রুপ ঢাকার দেয়া ১২৮ রান তাড়া করতে নেমে ফরচুন বরিশাল ম্যাচটি জিতেছে ৮ উইকেটে। ব্যাট হাতে চার নম্বরে ক্রিজে এসে দলের অধিনায়ক সাকিব আল হাসান খেলেন ২৯ বলে অপরাজিত ৫১ রানের এক দুর্দান্ত ইনিংস। এর আগে, বল হাতেও দারুণ মিতব্যয়ী সাকিব ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

বিপিএলের এবারের আসরে প্রথম দিকে ব্যাট হাতে সাকিব ছিলেন না তার সেরা ফর্মে। তবে বল হাতে ধারাবাহিকভাবেই সাফল্য পেয়েছেন তিনি। এরপর টানা পাঁচ ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্যই যথেষ্ট ছিল ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার জন্য। শেষ পাঁচ ম্যাচে সাকিবের পারফরমেন্স হচ্ছে- ৪১ রান ও ১০ রানে ২ উইকেট, ৫০ রান ও ২৩ রানে ৩ উইকেট, ৫০ রান ও ২০ রানে ২ উইকেট, ৩৮ রান ও ২৩ রানে ২ উইকেট এবং অপরাজিত ৫১ রান ও ২১ রানে ১ উইকেট। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার ও উইকেট শিকারের তালিকায় তিন নম্বরে থাকা সাকিব বলের পাশাপাশি ব্যাট হাতেও এই আগুন ঝরানো ফর্মের ধারাবাহিকতা রাখার ইঙ্গিত দিচ্ছেন।

আরও পড়ুন: ভাগ্যবান হয়েও হতভাগা লিটন কুমার দাস

Exit mobile version