Site icon Jamuna Television

বিক্ষোভ দমাতে এবার অন্টারিওতে জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

কানাডায় করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ দমাতে এবার অন্টারিওতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর গার্ডিয়ানের।

কানাডার রাজধানী অটোয়া, গুরুত্বপূর্ণ শহর টরন্টো এই অন্টারিওতে অবস্থিত। শুরু থেকেই বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে, অটোয়া এবং টরন্টো অচল করে দেয়া। কর্তৃপক্ষ জানায়, আইন অমান্যকারীকে এক বছর পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে। একই সাথে জরিমানা গুনতে হবে সর্বোচ্চ এক লাখ ডলার।

প্রায় ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ কানাডার ১০টি প্রদেশ ও তিনটি অঞ্চলের মধ্যে শুধু অন্টারিওতে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বসবাস করে। করোনাবিধি নিষেধের বিরুদ্ধে চলা বিক্ষোভের কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যেকার তিনটি বন্দর। ফলে স্থবির হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষিদ্রব্যের আমদানি রফতানি এবং গাড়ি নির্মাণ খাত।

Exit mobile version