নতুন ইসি গঠনে মতামত ও পরামর্শ নিতে প্রথম দফায় দেশের বিশিষ্টজনদের সাথে বৈঠকে বসেছে সার্চ কমিটি। প্রথম দফায় ২০ জনের সাথে আলোচনার কথা থাকলে বৈঠকে অংশ নেননি বিশিষ্টজনদের বেশ কয়েকজন সদস্য।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চলছে এই বৈঠক। আজ প্রথম দফার বৈঠকে ২০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ড. শাহদীন মালিক, ড. আসিফ নজরুল সকালে এসে বৈঠকে অংশ নিয়েছেন।
দ্বিতীয় দফায় বিকেলে আরও ২০ বিশিষ্টজনের সাথে বৈঠক করবে সার্চ কমিটি। আগামীকাল বিকেলে সার্চ কমিটি বাকি ২০ জনের সাথে বসার কথা সার্চ কমিটির। সবমিলে ৬০ জনকে নির্বাচন কমিশন নিয়ে মতামত দিতে আহ্বান জানিয়েছে সার্চ কমিটি।
/এডব্লিউ

