
প্রতীকী ছবি।
মা ও বাবার মধ্যে ঝগড়ার জেরে রাস্তায় ‘ফেলে দেওয়া’ হল ৬ মাসের শিশুকন্যাকে। শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে ভারতের দক্ষিণ কলকাতার ভবানীপুরের চিত্তরঞ্জন সেবাসদনে। মা ও বাবা ফিরেও তাকাননি। তাই শিশুটির দেখভালের দায়িত্বে রয়েছেন ঠাকুমা। যদিও তিনি বেশিদিন নাতনিকে দেখভাল করতে নারাজ। তাই তাকে একটি হোমে রাখার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির অবস্থা স্থিতিশীল। ইতোমধ্যেই শিশুকন্যার মা মাম্পি মণ্ডল এবং বাবা মহাদেব ঘড়াইয়ের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় শিশুর প্রতি অবহেলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এই শিশুর পরিবার রিজেন্ট পার্ক থানা এলাকার দীনেশপল্লির বাসিন্দা। মহাদেব–মাম্পির কন্যাসন্তান জন্মের পর থেকেই অবহেলার শিকার। কেউ তার যত্ন নিতো না। স্বামী–স্ত্রী পরস্পরকে সন্দেহ করত। তা নিয়েই নিত্য বিবাদ। এখনও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিবাচক সাড়াও মেলেনি বাবা–মায়ের কাছ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী–স্ত্রীর ঝগড়ার জেরে বুধবার বাবা তার মেয়েকে দীনেশপল্লির একটি স্কুলের পাশে রেখে চলে যায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। শিশুর বাবা ফোন ধরছে না। পুলিশ শিশুটির ঠাকুমা কাজল ঘড়াইয়ের কোলেই শিশুটিকে দেয়। তার কাছ থেকে শিশুটির মায়ের নম্বর মেলে। তার সঙ্গে যোগাযোগ করা হলে সে জানিয়ে দেয়, তার পক্ষে কাজ ছেড়ে আসা সম্ভব নয়। শিশুটির মা ও বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।



Leave a reply