বিপিএলে সিলেট সানরাইজার্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম অধিনায়ক আফিফ হোসেন।
কলিন ইনগ্রাম এবং এনামুল হক বিজয় নেমেছেন ব্যাট করতে। ২ ওভারের খেলা শেষে সিলেটের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান। নিয়মিত ওপেনার লেন্ডল সিমন্সকে রাখা হয়েছে তিনে।
গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম এই ম্যাচটি আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া সিলেটের জন্য নিছক নিয়মরক্ষার ম্যাচ হলেও চট্টগ্রামের জন্য বাঁচা-মরার লড়াই। এলিমিনেটরে খেলতে হলে জয়ের বিকল্প নেই আফিফের দলের সামনে। টেবিলের চারে থাকা চট্টলার দলটি আজ জয় পেলেই ঢাকাকে পেছনে ফেলে উঠে আসবে তিনে। প্রথম রাউন্ডের ম্যাচে সিলেটকে ১৬ রানে হারিয়েছিল চট্টগ্রাম।
আরও পড়ুন: সবাইকে ছাড়িয়ে ম্যাচ সেরার নতুন কীর্তি গড়লেন সাকিব

