Site icon Jamuna Television

অবৈধভাবে ভারত থেকে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমকালে আটক ১০

ঝিনাইদহ সীমান্তে আটককৃতরা।

ঝিনাইদহ প্রতিনিধি:

ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমকালে ১০ জনের একটি দলকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে জেলার মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল, পাবনা ও বাগেরহাট জেলায়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার যাদবপুরের পারগোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশের অভ্যন্তরের ৫০০ গজ ভেতরে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সেই থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version