Site icon Jamuna Television

নয় বছরে ৩৩টি খুন করেছেন দর্জি! ভারতে আটক ভয়ানক সিরিয়াল কিলার

ছবি: সংগৃহীত।

ভারতে পুলিশের জালে ধরা পড়েছে ভয়ানক সিরিয়াল কিলার আদেশ খামরা ও তার দল। গত ৯ বছরে দেশটির ছয়টি রাজ্যে মোট ৩৩টি খুন করেছে এই দল। দলের প্রধান আদেশ খামরা দিনে একজন দর্জি হিসেবে কাজ করেন। দর্জি হিসেবে তার পরিচিতিও বেশ ভালো। রাত হলেই বদলে যেতো তার রূপ। তবে অত্যন্ত ভদ্র এ ছাপোষা সেজে থাকায় এলাকার মানুষ এমনকি পরিবারের কেউই তার এই ভয়ানক কর্মকাণ্ড সম্পর্কে আঁচ করতে পারেননি এতোদিন। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্রে জানা গেছে, আদেশ দর্জি ও তার দলের মূল শিকার ছিলেন ট্রাকচালকরা। এই কয়েক বছরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাকচালকদের খুনের ঘটনা দিনের পর দিন বাড়ছিল। রহস্যের জট ছাড়াতে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ পুলিশ তদন্তে নামে। তদন্তে দেখা যায়, দুই রাজ্যে যতো ট্রাকচালক খুন হয়েছেন, সব খুনের ধরন একই। এরপরই একে একে সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় আদেশ দর্জি ও তার দল অব্দি।

আরও পড়ুন: বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলাম কিন্তু পারিনি: ইমরান খান

পুলিশ জানায়, প্রথমে খুনের কথা স্বীকারই করতে চায়নি আদেশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি তার কর্মকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন। জানান, হাইওয়ের পাশের ধাবাগুলোতেই মূলত ফাঁদ পাততেন তারা। সেখানে ট্রাক চালকদের সাথে আড্ডা জমিয়ে ও বিশ্বাস অর্জন করে ট্রাকে উঠতেন আদেশ, দলের অন্য সদস্যরা অপেক্ষা করতেন হাইওয়ের অন্যপ্রান্তে। সেখানে পৌঁছাতেই ট্রাক চালকের ওপর আক্রমণ করতেন আদেশ। তাকে হত্যা করে ট্রাকের মালামাল লুট করে ফাঁকা ট্রাক রেখে আসতেন অন্য প্রান্তে।

আদেশ স্বীকার করেন, গত ৯ বছরে দেশটির মোট ৬টি রাজ্যে এমন অভিযান চালিয়েছেন তিনি ও তার গ্যাং। এই ৯ বছরে মোট ৩৩ জনকে হত্যা করেছেন তারা। বর্তমানে এই পুরো গ্যাং পুলিশের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

এসজেড/

Exit mobile version