‘সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করে তা দেখার অপেক্ষায় জাতীয় পার্টি’

|

দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করে তা দেখার অপেক্ষায় আছে জাতীয় পার্টি। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বনানীতে জাতীয় মহিলা পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, সংকটময় এই সময়ে জাতীয় পার্টির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই ঐক্যবদ্ধ হলে পার্টির লক্ষ্য পূরণ সম্ভব হবে। অন্যথায় দলের অবস্থা খারাপ হতে পারে।

এসময় জাতীয় মহিলা পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট সালমা ইসলাম, যোগ্য ও ত্যাগীদের নিয়ে মহিলা পার্টির কমিটি গঠন করা হবে বলে জানান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply