নারী সাংবাদিকের মাথা কেটে অশ্লীল ভিডিও, গ্রেফতার ২

|

এক নারী সাংবাদিকের মাথা কেটে অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত এক জ্যেষ্ঠ নারী সাংবাদিক সম্প্রতি এ নিয়ে মামলা করার পর পুলিশ আসামিদের আটক করে।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, আটককৃত সজীব মিয়া ও নূর হোসাইন নূরু ওই নারী সাংবাদিকের ছবি এডিট করে নগ্ন ভিডিও তৈরি করে বেশ কয়েকটি ফেসবুক পেজে আপলোড করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। পুলিশের দাবি, এরা একটি চক্র।

যারা ফেসবুকে আলোচিত-সমালোচিত বিভিন্ন ইস্যুতে উদ্দেশ্যমূলক ভিডিও বানায়। আসামিদের থেকে তন্ময় নামের একজনের নাম পাওয়া গেছে যিনি ছাত্র অধিকার পরিষদের নেতা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

/এসএইচ



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply