Site icon Jamuna Television

চাঁদাবাজির প্রতিবাদে বরিশালে বাস ধর্মঘট চলছে

বরিশাল ব্যুরো

চাঁদাবাজির প্রতিবাদে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে এবং আজ বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল জেলা বাস মালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস চলাচল করছে। কিন্তু হঠাৎ করে স্থানীয় প্রভাবশালীরা চাঁদার দাবিতে বাস চলাচলে বাধা দেয়।

এর প্রতিবাদে বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সিদ্ধান্তে বুধবার দুপুর থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে বিষয়টি সমাধানে কোন পক্ষ এগিয়ে না আসায় বৃহস্পতিবার ভোর থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি রাজধানী ঢাকা সহ দূরপাল্লার সব রুটে বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

Exit mobile version