Site icon Jamuna Television

আ’ লীগের রাজনীতি করে ‘ঋণগ্রস্ত’, সংবাদ সম্মেলন করে পদ ছাড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সংবাদ সম্মেলনে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মোহাম্মদ শহীদুল্লাহ্ মুন্সি।

আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে নাকি হারিয়েছেন পৈতৃক সম্পত্তি, হয়েছেন ঋণগ্রস্ত, তাই মেটাতে পারছেন না নেতাকর্মীদের আবদার। এ দুঃখে সংবাদ সম্মেলন করে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ ছাড়লেন মোহাম্মদ শহীদুল্লাহ্ মুন্সি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, দীর্ঘ ২২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে খুইয়েছেন পৈতৃক সম্পত্তি। প্রাপ্তির খাতা শূন্য। স্থানীয় শীর্ষ নেতাদের অবহেলা আর দলের নেতাকর্মীদের আবদার মেটাতে না পেরে এমন পদত্যাগের ঘোষণা দেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

শহীদুল্লাহ আরও বলেন, নেতাকর্মীরা বারবার আমার কাছে নানা দাবি করেন। আমি আগে নিজে থেকে তাদের দাবি পূরণ করতে পারলেও এখন আমিই ঋণগ্রস্ত। তাদের চাহিদা পূরণ করতে পারছি না। তাই মনে হলো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তাই আমি পদত্যাগ করছি।

এসময় বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- মোবাইলে ব্যস্ত নার্স দিলেন ৪ ডোজ টিকা, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী

এনবি/

Exit mobile version