Site icon Jamuna Television

আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ইশান কিষান

ছবি: সংগৃহীত

শ্রেয়াস আইয়ারকে হটিয়ে আইপিএলের এবারের আসরের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ইশান কিষান। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে এই বাঁহাতি হার্ড হিটারকে দলে ফিরিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ইশান কিষানের আগে সবচেয়ে দামে বিক্রি হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্স আইয়ারকে কিনে নিয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপিতে। তবে সাকিব আল হাসানের মতো এখনও অবিক্রিত রয়ে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অজি উইকেটকিপার ম্যাথু ওয়েড।

এছাড়াও কাগিসো রাবাদাকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে ৯ কোটি ২৫ লাখ রুপিতে। এ ছাড়াও বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও ফাফ ডু প্লেসি।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এছাড়া নিতিশ রানাকে ৮ কোটি রুপিতে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ৪ কোটি ৪০ লাখ রুপিতে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন: আইপিএলের নিলামে কেউ কিনলো না টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার নবিকে

Exit mobile version