Site icon Jamuna Television

ডিএনএ জেনে যাবে; রাশিয়া গিয়ে করোনা টেস্ট করেননি ফ্রান্সের প্রেসিডেন্ট

ইমানুয়েল ম্যাকরন। ছবি: সংগৃহীত।

রাশিয়া সফরকালে দেশটিতে করোনার নমুনা পরীক্ষা করাতে রাজি হননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন।

ফ্রান্সের একটি সূত্র উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ডিএনএ রিপোর্ট রাশিয়ার হাতে যাবে, এই আশঙ্কায় নমুনা পরীক্ষা করাননি তিনি। স্বাস্থ্যবিধি প্রটোকল অনুযায়ী রাশিয়ায় প্রবেশের সময় নমুনা পরীক্ষার বাধ্যবাধকতা রয়েছে। তবে গত সোমবার ম্যাকরনের মস্কো সফরের শিডিউলে তা রাখা হয়নি।

আর এ কারণে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বজায় রাখা হয়েছে যথেষ্ঠ সামাজিক দূরত্ব। চার মিটার লম্বা টেবিলের দুই প্রান্তে বসেন তারা। আলোচনার আগে হাতও মেলাননি দুই প্রেসিডেন্ট।

ফরাসি সূত্র জানিয়েছে, ম্যাকরনের সামনে দু’টি বিকল্প পথ খোলা ছিল। পিসিআর টেস্ট হলে কাছাকাছি বসে আলোচনার সুযোগ পেতেন। তবে নিজের ডিএনএ প্রতিবেদন মস্কোর হাতে দিতে চাননি তিনি।

Exit mobile version