Site icon Jamuna Television

শাড়ি তুলতে ছেলেকে ১০তলা থেকে ঝুলিয়ে দিলেন মা

ছবি: সংগৃহীত

বারান্দায় রোদে শুকাতে দেয়া একটি শাড়ি পড়ে গিয়েছিল নিচে। ১০তলা থেকে উড়ে গিয়ে পড়েছিল ৯তলার ফ্ল্যাটের বারান্দায়। আর সেই পোশাক উদ্ধার করতে ১০তলার ফ্ল্যাটের বাসিন্দা এক নারী তার ছোট্ট ছেলেকে নিচে পাঠান অভিনব উপায়ে। বাচ্চাটির কোমরে হলুদ রঙের একটি বিছানার চাদর বেঁধে চাদরটিকে দড়ির মতো ব্যবহার করে, শিশুটিকে ঝুলিয়ে বারান্দা দিয়ে নামান নিচে।

ঝুলে ঝুলেই ১০তলার বারান্দা থেকে ৯তলার বারান্দায় পৌঁছে যায় শিশুটি। তারপর সেই পোশাক উদ্ধার করে আবার দড়ির সাহায্যেই উঠে আসে ১০তলায়। দড়ি ধরে ঝোলানো, নামানো এবং টেনে তোলা-সব কিছুই করলেন তার মা।

আরও পড়ুন: ৫০ পেরোলেই অন্ধ হয়ে যায় যে গ্রামের পুরুষরা

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ফরিদাবাদের ওই নারী সংবাদমাধ্যমকে বলেন, সত্যিই তার ভুল হয়েছে, এরকম ঝুঁকি নেয়া উচিত হয়নি। নিচের ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় এই উপায় নিতে বাধ্য হয়েছিলেন বলে জানান তিনি।

/এনএএস

Exit mobile version