Site icon Jamuna Television

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিহতের স্বজনদের আহাজারি।

স্টাফ রিপোর্টার,নরসিংদী:

নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর মীর মাইনুল হক (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারের একটি (ডেন্টাল চেম্বার) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মাইনুল। এরপর আর বাড়িতে ফেরেনি। তারপর থেকে মাইনুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে মাইনুলের আর কোনো খোঁজ না পেয়ে পলাশ থানায় একটি নিখোঁজের জিডি করেন নিহতের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০)। তারপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন থানা পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শুক্রবার সকালে নিহত মাইনুল হকের স্ত্রী থানায় এসে একটি নিখোঁজ জিডি করেন। এরপর মাইনুল হকের কল লোকেশন এনে জানতে পারি, তার শেষ অবস্থানও ঘোড়াশাল বাজার। তারপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন তদন্ত করার মধ্যেই খবর পাই যে নিহত মাইনুলের গলাকাটা লাশ তার কর্মস্থল ডেন্টাল চেম্বারে পড়ে আছে।

ওসি আরও বলেন, শনিবার বিকালে ডেন্টাল হাসপাতাল এর ডাক্তার শিহাবুল হক এসে অফিস খুলতেই দেখতে পায় ভিতরে গলাকাটা অবস্থায় নিহত মাইনুল হকের লাশটি পড়ে আছে। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার রহস্য উদঘাটন করাসহ ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন- স্ত্রীর দ্বিতীয় বিয়ের পরও ঘর বাঁধার প্রস্তাব, ‘না’ করায় কুপিয়েছে সাবেক স্বামী

এনবি/

Exit mobile version