Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে যাত্রী সেজে চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা

ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যাত্রী সেজে এক অটোরিকশা চালককে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে কমলনগর উপজেলার করাতির হাট বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই চালক মো. সবুজকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল ও ভুক্তভোগী চালকের

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চর লরেন্স থেকে অপরিচিত এক যাত্রী লক্ষ্মীপুর আসার জন্য সবুজের অটোরিকশা ভাড়া করে রওনা হন। অটোরিকশাটি করাতির হাট বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ীর চাবি দিতে বলে যাত্রী। এসময় সে রাজি নাহলে চালক সবুজকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ছিনতাইকারী পালিয়ে যায়।

এ ব্যাপারে কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন- বরিশালে ‘চাচা বনাম ভাতিজা’ বেশি খাওয়ার প্রতিযোগিতা

এনবি/

Exit mobile version